
নেকবর হোসেন।।
কুমিল্লা জেলা কারাগারের আরপি গেইটে গাঁজাসহ এক দর্শনার্থীকে আটক করেছে কারা কর্তৃপক্ষ। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে তিন মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
আটককৃত দর্শনার্থী মজু মিয়া তিতাস থানার মজিদপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
বৃহস্পতিবার কুমিল্লা কারাগারে প্রবেশকালে তার আচরণ সন্দেহজনক মনে হলে রিজার্ভ সুবেদার ও ভারপ্রাপ্ত প্রধান কারারক্ষী নং-২১৭৬৯ মো. শরীফ উদ্দিন ডিউটিরত কারারক্ষী নং-২৩৫০৭ আলভি ও কারারক্ষী নং-২৩০২৮ রনি শীলকে তাকে তল্লাশির নির্দেশ দেন।
তল্লাশিকালে তার পাঞ্জাবির পকেট থেকে তিন পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে মজু মিয়া স্বীকার করেন, তিনি মাদকটি নিজে সেবনের উদ্দেশ্যে বহন করছিলেন। তিনি কারাগারে থাকা হাজতি মো. হোসেন (নং-৭১৪৬/২৫) ও স্মৃতি আক্তার (নং-৭১৪৭/২৫)-এর সাক্ষাৎ করতে এসেছিলেন বলে জানান।
পরবর্তীতে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে ০৩ (তিন) মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয় এবং তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com