আলমগীর কবির।।
কুমিল্লা গোমতী নদীর চরের মাটি কাটা বন্ধ ও ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষক সমাবেশ করা হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আওলিয়া খাতুন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক তোফায়েল আহম্মেদ।
শনিবার বিকেলে উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী তানভীর আহমেদ রাহুল সভাপতিত্বে জালুয়া পাড়া গোমতী নদীর চরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে কৃষকরা জানায়, গোমতী নদীর চরে ভূমি দস্যুদের মাটি কাটা ও লুট পাটের কারনে কৃষকরা ফসল চাষাবাদ করতে পারছে না। এছাড়াও সহজ শর্তে কৃষি যন্ত্রপাতি পাওয়া, বাজারে ভেজাল কীটনাশক বিক্রি বন্ধ ও কৃষকদের সহজ শর্তে কৃষি ঋণ নিশ্চিত করা। চরের পরিত্যক্ত জমি চাষাবাদের জন্য প্রকৃত কৃষকদের মাঝে বরাদ্দ দেয়া।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com