স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ২০২৪-২৮ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। তফসিল মোতাবেক ৩১ মে ২০২৪ বিকেল তিনটায় নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়।
কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার পধাদীকার বলে সভাপতি কুমিল্লা জেলা প্রশাসক, ও দুইজন সহ-সভাপতি কুমিল্লা পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ছাড়া ৩১ সদস্য কমিটির ২৮ সদস্যের নাম ঘোষনা করেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ২০২৪-২৮ সালের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার কুমিল্লা জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কারেক্টর ফাহরিয়া ইমলাম।
এ সময় উপস্থিত ছিলেন অন্য দুই কমিশনার নির্বাহী ম্যাজিষ্ট্রেট শ্রী রতন কুমার দত্ত ও আবুল হাসনাত বাবুল।
কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ২০২৪-২৮ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে পুনরায় সাধারন সম্পাদক নির্বাচিত হন নাজমুল আহসান ফারুক রোমেন।
কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ২০২৪-২৮ সালের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার কুমিল্লা জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কারেক্টর ফাহরিয়া ইমলাম যখন সাধারন সম্পাদক হিসেবে নাজমুল আহসান ফারুক রোমেন এর নাম ঘোষনা করেন উপস্থিত সকলে হাততালি দিয়ে তাকে বরণ করে নেন।
পর পর তিনি নির্বাচিত সকল সদস্যের নাম ঘোষনা করেন। কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ২০২৪-২৮ সালের নির্বাচিত কমিটির সদস্যরা হলেন সভাপতি সহ-সভাপতি এয়ার আহমেদ সেলিম, এড. জহিরুল ইসলাম সেলিম, এড. আতিকুর রহমান আব্বাসী ও মো: মনজুর কাদের মনি।
সাধারন সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, অতিরিক্ত সাধারণ সম্পাদক খায়রুল আলমা সোহাগ, যুগ্ম-সম্পাদক মো: শফিরুল ইসলাম খন্দকার বাদল, মোহাম্মদ আবদুল কুদ্দুছ, কোষাধাক্ষ মো: আল আমিন ভূইয়া।
কমিটির সদস্যরা হলেন প্রনব কুমার দে ভানু, মোহাম্মদ মাহবুবুল আলম চপল, মো: মুজিবুর রহমান, অভিজিৎ রায় চৌধুরী পার্থ, সুলতান শাহরীয়ার, মাহবুব আলী, মোজাহের উদ্দিন সেন্টু, নাঈম ইউসুফ সেইন, ফয়সাল হোসেন ডিকেন্স, সাইফুল আলম বাবু, দেলোয়ার হোসেন জাকির, মাহমুদ আলী, সরকার মাহমুদ জাবেদ, তাবারক উল্লাহ্ কায়েস, জেলা ক্রীড়া অফিসার, মো: মামুনুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা এড. রাশেদা রহমান, বেগম আরিফা হোসেন নিনা, মো: মোখলেছুর রহমান আবু।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com