আলমগীর কবির।।
কুমিল্লা জেলা মুয়াল্লিম ও হাজী কল্যাণ ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুল জলিল মাদানী। যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মাওলানা শেখ আহম্মেদ এবং সদস্য সচিব মাওলানা আবে হায়াত মাদানী।
বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার একটি পার্টি সেন্টারে আয়োজিত সভায় বাংলাদেশ মুয়াল্লিম ও হাজী কল্যাণ ফাউন্ডেশনের মহাসচিব মাওলানা এমদাদুল হক এবং যুগ্ম মহাসচিব মাওলানা মো. মশিউর রহমানের উপস্থিতিতে এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মাওলানা আল আমিন ভূঁইয়া এবং ঢাকা সিদ্দিক বাজার মতি সরদার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু আইয়ুব আনসারী।