হোমনা প্রতিনিধি।।
কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর থেকে ৭মাস বয়সি শিশু অপহরনের ৭ঘন্টার মধ্যে চট্টগ্রামের ডবল মুরিং থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
গতকাল শনিবার বেলা বারোটার দিকে অজ্ঞাত ওই মহিলার কোলে শিশুটিকে দিয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কক্ষে চিকিৎসা সেবা নিতে গেলে শিশুটি নিয়ে পালিয়ে যায় ওই নারী।
পরে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং হোমনা থানা পুলিশকে ঘটনাটি অবগত করলে তাৎক্ষণিক পদক্ষপ গ্রহণ করেন থানা পুলিশ।
হোমনা থানা পুলিশের ও.সি মো. সাইফুল ইসলাম জানান, আমরা ঘটনাটি জানার সাথে সাথেই প্রযুক্তির মাধ্যমে চট্টগ্রামের ডবল মুরিং থানা পুলিশের সহযোগিতায় শিশুটিকে নিয়ে পালিয়ে যাওয়া নারীসহ শিশুটিকে উদ্ধার করি।
বর্তমানে শিশুটি তার মা শিউলি আক্তারের নিকট দেয়া হয়েছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com