সাকের আহমেদ।।
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। নগরীর কান্দিড়পাড় রামঘাটস্থ কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সকাল ৯ টায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা শুরু হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি। এসময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ করিম, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এম পি পারুল আক্তার।
দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি, সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল, প্রচার সম্পাদক নাজিবুল ইসলাম ডালিমসহ দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ভাষা শহীদদের স্মরণে এক বিশাল র্যালী বের করা হয়। র্যালীটি আওয়ামী লীগের কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর পূবালী চত্বর হয়ে টাউন হলে অবস্থিত কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। র্যালী শেষে ভাষা শহীদদের স্মরণে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ শহিদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করেন।
এসময় দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ও শহিদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করা হয়।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com