স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা নগরীর টমছমব্রীজ এলাকার অটোরিক্সার ধাক্কায় মাইনুল হাসান (১১) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। সে কুমিল্লার শাকতলা এলাকার জমজম ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী। মাইনুল একই এলাকার অটো রিক্সা চালক মফিজুল ইসলামের সন্তান।
দুর্ঘটনার পর স্থানীয়রা অটো রিক্সাটিকে আটক করে চালককে উত্তম মধ্যম দিয়ে পুলিশের সোপর্দ করেছে। অটো রিক্সা চালক মোঃ মাসুম পুলিশ হেফাজতে রয়েছে বলে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিনুল ইসলাম।
জমজম ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষক হাফেজ মোহাম্মদ ঈসমাইল জানান, মাইনুল ১৫ পাড়া কোরআন শরীফ হাফেজি শেষ করেছে। প্রতিদিনের মত বৃহষ্পতিবার বিকালেও সে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার জন্য অন্যান্য শিক্ষার্থীদের সাথে বের হয়। কিন্তু সে টমছমব্রীজ আঞ্জুমানে মফিদুল ইসলামের সামনে দুর্ঘটনায় পরে মৃত্যুবরণ করে।
এদিকে অটো রিক্সার ধাক্কায় শিশু মাইনুলের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। ছবিতে দেখা যায় মাইনুলের শরীর থেকে রক্তক্ষরণ হয়ে রাস্তার বালুতে মিশে আছে। তার পাশে পড়ে আছে সাদা টুপি এবং স্যান্ডেল। নিহত মাইনুল এর বাবা শোকার্ত মফিজুল ইসলাম এর সাথে কথা বলতে চাইলে তিনি কান্নায় ভেঙে পড়েন। সন্তান হারানোর বেদনায় বাকরুদ্ধ হয়ে আছেন তিনি।
কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মহিনুল ইসলাম বলেন, ঘটনার পর থানার একজন কর্মকর্তা তার পরিবারের খোঁজখবর নিচ্ছেন। অটো রিক্সাচালক মাসুমকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে চাইলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com