স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা নগরীতে কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়েছে। এতে নগরজুড়ে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে নগরীর ভিক্টোরিয়া কলেজ উচ্চমাধ্যমিক শাখা সংলগ্ন রানীর দিঘির পশ্চিম পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে কিশোর গ্যাং রতন গ্রুপের ২০-৩০ সদস্য চাপাতি, চাইনিজ কুড়াল ও দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে মহড়া চালায়। এসময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দিক-বিদিক ছুটাছুটি করতে থাকে। এক পর্যায়ে তারা ২টি ককটেল বিস্ফোরণ ঘটায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তারা দৌড়ে চর্থা এলাকার দিকে পালিয়ে যায়। পরে যৌথবাহিনী নগরীর বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, অস্ত্রের মহড়ার খবর পেয়ে পুলিশ ও সেনাবহিনী ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া করলে পালিয়ে যায়। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক ও অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com