নেকবর হোসেন।।
কুমিল্লা নগরীর জাঙ্গালিয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় শাহীন মজুমদার (৪৫) নামে এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছে। এসময় মোটরসাইকেলে থাকা আরেকজন আহত হয়।
বুধবার (১০ জুলাই) বিকেল ৪টার দিকে কুমিল্লা-লাকসাম আঞ্চলিক সড়কের জাঙ্গালিয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহীন মজুমদার (৪৫) জেলার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের মরহুম মাস্টার ফজলুর রহমান মজুমদারের তৃতীয় ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন, নিহতের ভাই সাইফুল মজুমদার।
তিনি জানান, বন্ধুকে নিয়ে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কুমিল্লা শহরে যাওয়ার পথে অজ্ঞাতনামা একটি গাড়ি পেছন থেকে ধাক্কা দেয়। স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com