নেকবর হোসেন।।
কুমিল্লা নগরীর বজ্রপুর এলাকায় মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে খুন হওয়া কলেজ ছাত্র মিথুন ভূইয়ার বাড়িতে যান কুমিল্লা সদর (৬)আসনের তিন তিন বারের মাননীয় সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আকম বাহাউদ্দিন বাহার।
রবিবার নিহতের পরিবারের সদস্যদের সান্তনা দিতে গিয়ে এমপি বাহার বলেন,মিথুনের খুনিদের কোন ছাড় দেওয়া হবেনা। কুমিল্লায় কোন মাদক ব্যবসা চলবে না।কেউ মাদক ব্যবসা করলে পুলিশ প্রশাসনের পাশাপাশি আমাকে ফোন করে জানাবেন। এমপি বাহার নিহত মিথুনের পরিবারকে সকল সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্যানেল মেয়র ও নগর যুবলীগের আহবায়ক আব্দুল্লা আল মাহমুদ সহিদ, চকবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ কায়সার হামিদ, কুমিল্লা সিটির সংরক্ষিত কাউন্সিলর নুর জাহান আলম পুতুল, নগর সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, ১৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহাজাহান সিরাজী সাজু, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মীর মোহাম্মদ আজমীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেনসহ অন্যান্যরা।
গত ২৭ আগষ্ট মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী মিথুনকে কুপিয়ে হত্যা করে মাদক ব্যবসায়ীরা। এ হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে রাসেল ও মিরাজ নামে দুজনকে গ্রেফতার করে পুলিশ।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com