নিজস্ব প্রতিবেদক।।
নগরীর শাকতলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে শতভাগ উপস্থিত শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হয়েছে। সভায় শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে স্মার্ট ফোন থেকে দূরে রাখা, বন্ধুত্বপূর্ণ আচরণ করা সহ সমসাময়িক সময়ে সমাজের ইতিবাচক -নেতিবাচক দিক নিয়ে অভিভাবকদের দিক নির্দেশনা প্রদান করা হয়েছে।
এছাড়া শিক্ষার্থীদের ক্রীড়া, সুস্থ ধারার সংস্কৃতি চর্চা সহ সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করতে শিক্ষকদের আহবান জানান বিদ্যালয়ের নবাগত সভাপতি ও সাবেক কাউন্সিলর কাজী মাহবুবুর রহমান।
জানা গেছে, গতকাল সোমবার (২৬ মে) সকালে বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার মানোন্নয়নে ঐতিহ্যবাহী শাকতলা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ হতে দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সভাপতি ও কুমিল্লা সিটি করপোরেশনের ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী মাহবুবুর রহমান,সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শোয়েব আহমেদ জুয়েল, ওবায়দুর রহমান, ইমন,মনির হোসেন ভূইয়া, নেয়ামত উল্লাহ, খোরশেদ আলম টিপু, লিটন,কমিটির সদস্য মোস্তফা কামাল বাপ্পি।
এসময় সহকারী শিক্ষক তফাজ্জল হোসেন, সেলিম হোসেন, জসিম উদ্দিন সহ বিদ্যালয়ের বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন । সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নুরুল আমিন। শিক্ষার্থীদের উৎসাহিত করতে সভায় শতভাগ উপস্থিতির জন্য শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার হিসেবে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com