নিউজ ডেস্ক।।
কুমিল্লা নিউজ ওয়ান। সময়ের পরিক্রমায় সংবাদ পরিবেশনে হাটি হাটি পা পা করে হয়ে উঠেছে জনপ্রিয়। কেবল সংবাদই নয়, প্রতিষ্ঠালগ্ন থেকেই এই নিউজ পোট্রালটি মানবিক কার্যক্রমে রাখছে অনন্য ভূমিকা।
প্রতি বছরের ন্যায় এবারের রমজানেও কুমিল্লা নিউজ ওয়ানের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ইফতারির আগ মুহূর্তে নগরীর দারোগাবাড়ি এলাকা ও মাজারের সামনে সমাজের সুবিধাবঞ্চিত শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। কুমিল্লা নিউজ ওয়ানের উপদেষ্টা সৌদি প্রবাসী আশরাফ হোসেন খোকা ও পারভেজ হোনের সার্বিক সহযোগীতায় ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়।
ইফতার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা নিউজ ওয়ানের সম্পাদক রাজিব বণিক, নির্বাহী সম্পাদক জেনিফার পলি, কুয়াশা ক্রিয়েশানের কর্ণধার পারভেজ সুমন, মিন খান, আজার উদ্দিন ইথার, লিটন, তাপস, সুমি, অন নিউজ২৪ এর সুমন চিশতী প্রমুখ।
কুমিল্লা নিউজ ওয়ান এর সম্পাদক রাজিব বণিক জানান, আমরা সব সময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে কাজ করছি।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com