কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) খেলোয়াড়দের জন্য নব নির্মিত ক্রীড়া কমপ্লেক্স উদ্ধোধন করেছেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় তিনি ফিতা কেটে এই ক্রীড়া কমপ্লেক্স উদ্ধোধন করেন।
উদ্ধোধন শেষে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মো: জাহিদের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, সর্বশেষ অল্প সময়ে এটার কাজ শেষ হলো। নির্মাণ বাজেট এক কোটি থাকলেও এখানে ৯৫ লাখ টাকা দিয়ে কাজটি শেষ হয়েছে। বাকি পাঁচ লাখ আমরা ফিরত দিয়েছি।
আমাদের এটি নির্মানের একটাই উদেশ্য হলো আন্ত:বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় যেকোনো একটা বিভাগে চ্যাম্পিয়ন হওয়া। ভলিবল, ক্রিকেট, ফুটল, হকি টিমের খেলোয়াড়রা কথা দিয়েছে তারা শিরোপার জন্য চেষ্টা করবে। আমরা চেষ্টা করবো আগামী বছর খেলোয়াড়দের জন্য গেলারি নির্মানের জন্য।
স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন হওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মো:মুশফিকুর রহিম খান বলেন, 'স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধনের মধ্য দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটি নতুন মাত্রা সংযোজন হয়েছে। এখন থেকে খেলোয়াড়দের ড্রেস চেঞ্জ, নিরাপদ পানি পান করতে সুবিধা হবে। আন্ত: বিশ্ববিদ্যালয় পর্যায়ে যেকোনো ফুটবল, ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা যাবে।
এসময় উপাচার্য ছাড়া আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আসাদুজ্জামান, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সহকারী প্রক্টর কাজী ওমর সিদ্দিকী, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও সহকারী প্রক্টর মো. জাহিদ হাসান, সহকারী প্রক্টর কাজী এম আনিছুল ইসলাম, নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ আইনুল হক, প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান, শারীরিক শিক্ষা বিভাগের উপ- পরিচালক মনিরুল আলম সহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com