কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তকে কেন্দ্র করে মিষ্টি বিতরণ করেছে কুবি ছাত্রলীগের একটি পক্ষ (রেজা-স্বজন)। সোমবার( ৬ মার্চ) কমিটি বিলুপ্ত ঘোষণার পর সন্ধ্যায় ক্যাম্পাস গেইটে এই মিষ্টি বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পদ প্রত্যাশী সাবেক সাধারণ সম্পাদক রেজা-ই- এলাহী, স্বজন বরণ বিশ্বাস, মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক বিপ্লব দাস এবং মমিন শুভ, ইকবাল হোসেন খান সহ বিভিন্ন নেতাকর্মী। এসময় নেতাকর্মীরা নিজেদের মাঝে এবং ক্যাম্পাস গেইটের দোকান গুলাতে মিষ্টি বিতরণ করেন।
মিষ্টি বিতরণ নিয়ে ছাত্রলীগে পদ প্রত্যাশী রেজা-ই- এলাহী বলেন,সংগঠনের কার্যক্রম স্থগিত ছিল একারণে সিদ্ধান্ত নিয়েছে কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি দিবে। কমিটি বিলুপ্তের কারণে আমরা আনন্দিত। সাধারণ শিক্ষার্থীদের মাঝে এবং আশেপাশে মানুষজনের মধ্যে মিষ্টি বিতরণ করা হচ্ছে।
এসময় স্বজন বরণ বিশ্বাস বলেন,দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত থাকার পরেও নির্যাতিত, বঞ্চিত ছিলাম।আমাদের দিকে তাকিয়ে কেন্দ্রীয় কমিটি যে উদ্যোগ নিয়েছে সেজন্য কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ জানাই।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com