নেকবর হোসেন।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ দেশের ২০টি সাধারণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে শুরু হয়েছে গুচ্ছ পদ্ধতিতে সমন্বিত ভর্তি পরীক্ষা। কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে বেলা ১২ টায় শুরু হয়েছে বিজ্ঞান অনুষদ ভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা।
রবিবার বেলা ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদ ভবনের ৫৪টি কক্ষে এ ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা শেষ হয় বেলা ১টায়।
কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২৫০৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।
পরীক্ষা হল পরিদর্শনে এসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী সাংবাদিকদের বলেন, এখনও পর্যন্ত আমরা সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। আশা করি নির্বিঘœ ভাবে পরীক্ষা শেষ করতে পারবও। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা শুরু।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com