নিউজ ডেস্ক।।
২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৪২ শতাংশ।
চলতি এই বোর্ডের অধীনে বছর ১ লক্ষ ৮২ হাজার ৬৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এতে পাস করেছে ১ লক্ষ ৪৩ হাজার ২১৬ জন।
এবারে কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৬২৪ জন শিক্ষার্থী।
সবচেয়ে বেশি পাস করেছে বিজ্ঞান বিভাগে। কম পাস করেছে মানবিকে। বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৫ দশমিক ৮৪ শতাংশ, মানবিকে পাস করেছে ৬১ দশমিক ৮৪ শতাংশ শিক্ষার্থী। এছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগে পাস করেছে ৭৯ দশমিক ১১ শতাংশ শিক্ষার্থী।
শুক্রবার (২৮ জুলাই) কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মাদ ড. মো আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত বছর কুমিল্লা বোর্ডে পাসের হার ছিল ৯১ দশমিক ২৮ শতাংশ। এবার পাসের হার কমেছে ১৩ শতাংশের বেশি।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com