নেকবর হোসেন।।
কুমিল্লা শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ৩৫৬ জনের ফল পরিবর্তন হয়েছে। তার মধ্যে ১৫৫ জন ফেল থেকে পাস করেছেন।
আর গ্রেড পরিবর্তন হয়েছে ১৬৪ জনের।
শনিবার (২৪ ডিসেম্বর) কুমিল্লা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশিত হয়েছে।
কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ১২০৩৮ জন শিক্ষার্থী ১৮ বিষয়ে ২৩১০৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করেন। এর মধ্যে ৩৫৬ জনের ফল পরিবর্তন হয়। যার মধ্যে ৩৭ জন জিপিএ-৫ পান।
কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের বলেন, যাচাই-বাছাই শেষে ফলাফল প্রকাশিত হয়েছে। ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ২৬ ডিসেম্বর থেকে কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com