স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা মহানগরীর চারটি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।। কুমিল্লা মহানগর বিএনপি’র দপ্তর সম্পাদকের দায়িত্বে থাকা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত চারটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুমিল্লা মহানগর শাখার সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে কুমিল্লা মহানগর শাখার ২নং, ৯নং, ১১নং ও ২৭নং ওয়ার্ডের আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে।
কমিটিতে যারা আছেন তারা হলেন নগরীর ২নং ওয়ার্ডের আহ্বায়ক নাহিদা আক্তার ও সদস্য সচিব মো: গোলাম রাব্বানী (আজাদ)সহ ৩১ সদস্য।
৯নং ওয়ার্ডের সদস্য সচিব অধ্যাপক মো: হুমায়ুন কবির।
১১নং ওয়ার্ডের আহ্বায়ক মো: জহিরুল হক ও সদস্য সচিব মিজানুর রহমান গোলদারসহ ৫সদস্যের কমিটি অনুমোদন দিয়েছে।
২৭নং ওয়ার্ডের আহ্বায়ক মো: রফিকুল ইসলাম ও সদস্য সচিব জাকির হোসেন মজুমদার রায়হানসহ আংশিক কমিটি অনুমোদন দিয়েছে।
উক্ত কমিটি কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু ও সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু গত ৩০ ডিসেম্বর, ২জানুয়ারী ও ৫জানুয়ারীর পৃথক সিদ্ধান্ত মোতাবেক অনুমোদন দেয়।
উল্লেখ্য- ৯নং ওয়ার্ডের জামাল হোসেন ভূইয়ার মৃত্যুজনিত কারণে অধ্যাপক মো: হুমায়ুন কবির মামুনকে উক্ত ওয়ার্ডের সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com