নিউজ ডেস্ক।।
ঢাকার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে যোগ দেয়ার পর দলের কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক উদবাতুল বারী আবুকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার রাত ১২টার দিকে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়া বিষয়টি জানান।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশীদ ইয়াসিন বিএনপি নেতা আবুর গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছেন এবং অবিলম্বে তার মুক্তি দাবি করেছেন।
শুক্রবার নয়াপল্টনে মহাসমাবেশ করে বিএনপি। ওই সমাবেশ থেকে শনিবার ঢাকার প্রবেশপথগুলোতে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com