কুমিল্লা মহানগর যুবদলের সভাপতি ও সাবেক ছাত্রনেতা উৎবাতুল বারী আবুর রোগ মুক্তির জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাদ আসর কুমিল্লা নগরীর ৩নং ওয়ার্ডের রেইসকোর্স জামে মসজিদে ওই দোয়ার আয়োজন করেন মহানগর যুবদল নেতা আশিকুর রহমান রানা। এসময় তিন নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন বেলাল, মহানগর যুবদল নেতা পাভেল সহ মসজিদের মুসল্লী ও এলাকার বিভিন্ন পর্যায়ের মানুষ উপস্থিত ছিলেন।
জানা যায়, একসময়ের তুখল ছাত্রদল নেতা ও বর্তমান কুমিল্লা মহানগর যুবদলের সভাপতি উৎবাতুল বারী আবু গত এক সপ্তাহ ধরে অসুস্থতা নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর আশু রোগ মুক্তি চেয়ে এবং দেশ ও জনগণের কল্যাণ কামনায় ওই বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com