মোঃ জহিরুল হক বাবু।।
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের সাথে জড়িতদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল এবং পথ সভা করেছে কুমিল্লা মহানগর যুবলীগ। রোববার বেলা ৪ টায় প্রতিবাদ মিছিল বের করেন মহানগর যুবলীগ।
পূর্ব নির্ধারিত সময়সূচী অনুযায়ী দুপুর থেকে নেতাকর্মীরা রামঘাটস্থ মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে জড়ো হতে থাকে। পরে উপস্থিত নেতাকর্মীদের সামনে বক্তব্য রাখেন মহানগর যুবলীগের আহবায়ক কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ শহিদ, নগরীর ২ নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান মাসুদ, নগরীর ১১ নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর আল আমিন সাদিসহ অন্যান্যরা।
পরে প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি নগরীর মনোহরপুর, রাজগঞ্জ, মোগলটুলি সার্কিট হাউস, নিউমার্কেট হয়ে টাউনহলে এসে শেষ হয়। এদিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে গতকাল তাৎক্ষনিক প্রতিবাদ মিছিল বের করে মহানগর যুবলীগ স্বেচ্ছাসেবকলীগসহ অন্যান্য অঙ্গসংগঠন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com