আলমগীর কবির।।
ঘরোয়া মৌসুমের প্রথম আসর বসুন্ধরা গ্রুপ চ্যালেঞ্জ কাপে দাপুটে সূচনা করল বসুন্ধরা কিংস। শুক্রবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মোহামেডান স্পোর্টিংকে ৪-১ গোলে হারিয়ে নতুন মৌসুমে শক্তির জানান দিল বর্তমান চ্যাম্পিয়নরা।
মাঠ পুরোপুরি প্রস্তুত না থাকায় ম্যাচ শুরু হতে দেরি হয় ১১ মিনিট। তবে খেলা শুরুর পর থেকেই উত্তেজনা জমে ওঠে। প্রথম ১৩ মিনিটের মধ্যেই দু’টি পেনাল্টি থেকে গোল হয় উভয় দলের। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দোরিয়েলতন গোমেস নাসিমেন্তো কিংসকে এগিয়ে নিলেও দ্রুতই সমতায় ফেরান মোহামেডানের উজবেক ফরোয়ার্ড মোজাফ্ফর মোজাফ্ফরভ।
প্রথমার্ধের পর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় কিংস। ৭২ মিনিটে কর্নার থেকে তৈরি সুযোগে দুর্দান্ত ভলিতে গোল করেন রাফায়েল আগুস্তো। তিন মিনিট পর সাবেক ক্লাবের বিপক্ষে গোল করে ব্যবধান বাড়ান নাইজেরিয়ান স্ট্রাইকার ইমানুয়েল সানডে। শেষদিকে ৮৬ মিনিটে আবারও জ্বলে ওঠেন দোরিয়েলতন। মোহামেডানের রক্ষণ ভেদ করে ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করে দলকে বড় জয় উপহার দেন তিনি।
তবে ম্যাচে কিছুটা শঙ্কার মুহূর্তও তৈরি হয়। ৬২ মিনিটে মোহামেডানের মিনহাজুর আবেদিন রাকিবকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় কিংসের মিডফিল্ডার সোহেলকে। দশ জনের দলে পরিণত হলেও ম্যাচে প্রভাব ফেলতে পারেনি এই ঘাটতি।
গ্যালারিতে উপস্থিত দর্শকেরাও দেখেছেন এক অনাকাঙ্ক্ষিত দৃশ্য। শেষদিকে হারের হতাশায় ক্ষুব্ধ হয়ে মাঠে ফ্লেয়ার ও বিভিন্ন বস্তু নিক্ষেপ করেন মোহামেডান সমর্থকরা। কিছুক্ষণ খেলা বন্ধ থাকলেও পরে স্বাভাবিকভাবে শেষ হয় ম্যাচ।
এই জয়ের মাধ্যমে বসুন্ধরা কিংস দারুণভাবে মৌসুম শুরু করলেও কোচ আলফাজ আহমেদের মোহামেডান হোঁচট খেল বড় ব্যবধানে। নতুন মৌসুমের প্রথম ম্যাচেই ধাক্কা খেল ঐতিহ্যবাহী এই ক্লাব।