নেকবর হোসেন।।
কুমিল্লার লাকসামের কোমার ডোগায় ইয়াবা, বিয়ার, গাঁজা, নগদ টাকা এবং সিসি ক্যামেরাসহ আটক ২ জন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা এর উদ্যোগে ৬ সেপ্টেন্বর সকাল ৯ টা হতে লাকসাম থানাধীন কোমারডোগা ও চিকনিয়া এলাকায় সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। চিকনিয়া, মুদাফফারগঞ্জ হতে আসামী মোঃ শাখাওয়াত হোসেন (৩৭) কে ৯০০ পিস ইয়াবা, ১৩ ক্যান বিয়ার ও মাদক বিক্রির ১লাখ ৮০হাজার ২০০ টাকাসহ আটক করা হয়। সে আবদুল মোমেন পাটোয়ারীর ছেলে।
অপর এক অভিযানে কোমারডোগা হতে আসামী আবুল বাশার (৪৮) কে ২০ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির জন্য ব্যবহৃত সিসি ক্যামেরাসহ আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাযায় আসামী আবুল বাশার স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।
অভিযানকালে তিনি নানাভাবে ক্ষমতার প্রভাব খাটানোর চেষ্টা করেছিলেন এবং তল্লাশী কাজে বাধা দিচ্ছেলেন। তিনি মৃত সেকান্তর আলীর ছেলে।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা এর পরিদর্শক মোঃ মাহবুবুল আলম ভুঞা, এসআই রূপন পালসহ অন্যান্য স্টাফ ও পুলিশ লাইনের পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।
আসামীদের বিরুদ্ধে লাকসাম থানায় পৃথক দু’টি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com