কুমিল্লা প্রতিনিধি।।
সমাজ সেবা অধিদপ্তরের আওতায় কুমিল্লা শহর সমাজ সেবার কার্যালয় কতৃক বাস্তবায়িত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন কার্যক্রমের মানোন্নয়নে করনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে শহর সমাজসেবা কার্যালয়ে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর সফিকুল ইসলাম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজ সেবা কার্যালয় কুমিল্লার উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান।
সেমিনারে বক্তব্য দেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)র উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, সমাজ সেবা কার্যালয় কুমিল্লার সহকারি-পরিচালক ফারহানা আমিন, শহর সমাজ সেবা কর্মকর্তা মোঃ নাসির উদ্দিনসহ অন্যরা।
সভায় কুমিল্লা শহর সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে দক্ষতা উন্নয়নে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, ড্রেসমেকিং এন্ড টেইলারিং, আমিনশীপ কোর্সসহ বিভিন্ন কাযক্রমের বিষয় তুলে ধরেন। বক্তরা বলেন, প্রতিষ্ঠিত হলে আত্নকর্মসংস্থানের বিকল্প নেই। সবাইকে কারিগরি প্রশিক্ষনের উপর জোর দিতে হবে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com