নেকবর হোসেন।।
আজ ২ নভেম্বর বিকাল ৪.৩০ টায় কুমিল্লা শিক্ষাবোর্ড মিলনায়তনে বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ জহিরুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে উদ্ভাবন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আবদুস ছালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের সচিব প্রফেসর নূর মোহাম্মদ।
প্রধান অতিথির বক্তব্যে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আবদুস ছালাম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন অধিদপ্তর -দপ্তর -সংস্থার ২০২০-২০২১ অর্থবছরের বার্ষিক উদ্ভাবন কর্মপরিকল্পনার বার্ষিক চূড়ান্ত মূল্যায়নে কুমিল্লা শিক্ষাবোর্ড প্রথম স্থান অর্জন করায় বোর্ডের ইনোভেশন কমিটিসহ বোর্ডের সকল স্তরের কর্মকর্তা -কর্মচারীদের ধন্যবাদ জানান।
তিনি বলেন ভবিষ্যতে বোর্ডের এই অর্জনকে ধরে রাখতে সবাইকে একনিষ্ঠ ভাবে কাজ করে যেতে হবে।উক্ত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বোর্ডের সচিব প্রফেসর নূর মোহাম্মদ। কর্মচারী সমিতির সভাপতি মোঃ আবদুল খালেক। মতবিনিময় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বোর্ডের উপ পরিচালক (হিঃ ও নিঃ)মোহাম্মদ ছানাউল্ল্যাহ।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com