নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার পালপাড়া কাজী বাড়িতে হানা দিয়েছে চোরের দল। মঙ্গলবার দিবাগত রাতে প্রবাসী কাজী শাহিনুল হক মাসুদের ঘরে একদল চোর প্রবেশ করে লুটে নেয় স্বর্ণ নগদ টাকা ও নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিকস যন্ত্রপাতি।
প্রবাসী কাজী শাহিনুল হক মাসুদের স্ত্রী শারমিন আক্তার বলেন, আমি ঘরে তালা দিয়ে সন্তানদের সাথে নিয়ে বাবার বাড়ি যাই। পরে বুধবার সকালে প্রতিবেশীরা জানান, আমার ঘরে চোর এসেছিলো। চোরের দল আলমারী ভেঙ্গে স্বর্ণ ৩ ভরি, রুপা ৭ ভরি, নগদ ২৫ হাজার টাকা ও ইলেকট্রনিকস যন্ত্রপাতি নিয়ে যায়। এ ঘটনায় আমরা পুলিশকে জানিয়েছি।
বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন কোতয়ালী মডেল থানাধীন ছত্রখীল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ ইয়ামিন সুমন।
পুলিশ কর্মকর্তা ইয়ামিন জানান, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।