নেকবর হোসেন।।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার একটি বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার শ্রীবল্লভপুর এলাকা থেকে বুধবার দুপুর ১২টায় মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরী। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি; তবে তার বয়স ৪৫ হতে পারে বলে অনুমান করছে পুলিশ।
ওসি জানান, মহাসড়কের পাশে বিলের মধ্যে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে পুলিশ তা উদ্ধার করে।
তিনি বলেন, ওই ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। আমরা তার পরিচয় শনাক্তের চেষ্টা করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com