স্টাফ রিপোর্টার।।
“দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস " এই প্রতিপাদ্যকে উপজীব্য করে কুমিল্লা সরকারি কলেজে পালিত হলো শেখ রাসেল দিবস ২০২১।
ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোসাঃ হালিমা আক্তারের সঞ্চালনায় শেখ রাসেল দিবস ২০২১ উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তব্য রাখেন কলেজটির অধ্যক্ষ প্রফেসর মোঃ বাহাদুর হোসেন, প্রফেসর মোঃ হারুনুর রশিদ পাটোয়ারী, শিক্ষক পরিষদের সম্পাদক ও অনুষ্ঠানের সভাপতি সহকারী অধ্যাপক মোঃ আনোয়ারুল হক, পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক জামাল উদ্দিন, গনিত বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক রহিছ মিয়া, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোঃ নেছারুল হোসেন, ও প্রধান অফিস সহকারী শহীদ উল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী। অনুষ্ঠানের এক পর্যায়ে আইসিটি বিভাগের প্রভাষক মোঃ আব্দুর রাজ্জাক জনি একটি মনোমুগ্ধকর প্রামান্যচিত্র প্রদর্শন করেন। অনুষ্ঠান শেষে বাদ যোহর কলেজটির মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com