আলমগীর হোসেন।।
কুমিল্লা সিটি কর্পোরেশনের ২০২৩-২০২৪ অর্থ বছরের ৭৪৮ কোটি ৩৭লাখ ৬৫ হাজার টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।
বুধবার দুপুরে নগর ভবনের অতিন্দ্র রায় মোহন সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষনা করেন কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাত।
এসময় কুমিল্লা সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর শফিকুল ইসলাম, প্রধান প্রকৌশলী জিপি চৌধুরী, প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদী, মঞ্জুরুল কাদের মনি, কাউছারা বেগম সুমিসহ অন্যন্যা কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৭৪৮ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার টাকার বাজেটের মধ্যে রাজস্ব আয় ধরা হয়েছে ৮১ কোটি ৪২ লাখ ১৩ হাজার টাকা। অনুদান থেকে ৬৫৭ কোটি ১২ লাখ ৫৯ হাজার টাকা। প্রারম্ভিক তহবিল ৯ কোটি ৮২ লাখ টাকা।
বাজেটের পর কুসিকের নব নির্বাচিত পরিষদের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত “নাগরিকের মুখোমুখি” অনুষ্ঠানে মেয়র আরফানুল হক রিফাত নগরবাসী ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com