
জহিরুল হক বাবু।।
কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। বৃহস্পতিবার (০২ অক্টোবর) দুপুরে আদর্শ সদর উপজেলার বিবিরবাজার সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে সীমান্ত রক্ষী বাহিনী।
বিজিবি সূত্র জানায়, ১০ বিজিবি নিয়মিত দায়িত্ব পালন ছাড়াও আন্তঃসীমান্ত অপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। এরই ধারাবাহিকতায় বিবিরবাজার বিওপি’র আওতাধীন কটকবাজার পোস্টের একটি বিশেষ টহলদল দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালায়।
অভিযান চলাকালে সীমান্ত শূন্যরেখা থেকে প্রায় ৭ কিলোমিটার ভেতরে গঙ্গানুর নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস উদ্ধার করা হয়। আটককৃত পণ্যের মধ্যে রয়েছে ৪৩৩ পিস বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি এবং ৫৭ পিস থ্রি-পিস। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য দাঁড়ায় ২৮ লাখ ৮৩ হাজার টাকা।
বিজিবি’র দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, “দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বিজিবি সর্বদা পেশাদারিত্বের সঙ্গে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, আটককৃত চোরাচালানী পণ্যসমূহ পরবর্তীতে যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা করা হবে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com