কুমিল্লা প্রতিনিধি।।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রমজানের ঈদকে সমানে রেখে স্বাস্থ্যবিধি মেনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মনপাড়া) আসনের উপ-নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী মাহাতাব হোসেনের উদ্যোগে তিনটি ইউনিয়নে সহস্রাধিক সুবিধা বঞ্চিত পরিবারের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়।
সামাদ মোর্শেদা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিল্পপতি মাহতাব হোসেন সকালে ব্রাহ্মনপাড়া উপজেলার দুলালপুর, চান্দলা এবং শশীদল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ঐসব সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রীগুলো বিতরন করেন।
এসময় সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর চেয়ারম্যান, মেম্বার এবং আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতবৃন্দ উপস্থিত ছিলেন।
বিতরণকালে মাহতাব হোসেন বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতোনা। বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন, আর প্রধানমন্ত্রী আমাদের উন্নত বাংলাদেশ উপহার দেয়ার লক্ষে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করলে দরিদ্রমুক্ত বাংলাদেশ পাবেন।
তিনি আরো বলেন, আগামী দিনে বুড়িচং-ব্রাহ্মণপাড়ার উন্নয়নে কাজ করতে চাই। বুড়িচং-ব্রাহ্মপাড়া বাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com