নিউজ ডেস্ক।।
আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে নগরীর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়নপত্র ক্রয় করেছেন সৈয়দ রায়হান আহমেদ।
সোমবার দুপুরে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নেতাকর্মীদের সাথে নিয়ে যান তিনি। পরে সহকারী রিটানিং কর্মকর্তার নিকট থেকে তিনি মনোনয়নপত্র ক্রয় করেন। মনোনয়নপত্র ক্রয় শেষে কাউন্সিলর প্রার্থী সৈয়দ রায়হান আহমেদ বলেন, অতীতে এই ওয়ার্ডের গরীব-দুঃখি অসহায় মানুষের পাশে ছিলাম, আগামীতেও তাদের পাশে থাকবো। তিনি সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
মনোনয়নপত্র ক্রয় সময়ে সৈয়দ রায়হান আহমেদ এর সংগে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা জজকোর্ট এর পিপি ও কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এড. জহিরুল ইসলাম সেলিম, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সৈয়দ হাছির আহমেদ নাঈম।
৫নং ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, কৃষকলগী, ছাত্রলীগ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com