নিউজ ডেস্ক।।
নারী ও যুবদের কৃষক সংগঠনগুলোতে সম্পৃক্তকরণ এবং ক্ষমতায়নের লক্ষ্যে খসড়া নীতিমালা তৈরী করা হয়েছে।
ঢাকার মোহাম্মদপুরে ইকবাল রোডের ওয়াই ডব্লিউ সি এ-র হল রুমে ১৮-১৯ অক্টোবর দুইদিন ব্যাপী এই কর্মশালায় কৃষক সংগঠনের নেতৃবৃন্দ এ নীতিমালা তৈরী করেন। সারা দেশ থেকে ১৮টি সংগঠনের নেতৃবৃন্দ এ কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালায় কৃষক সংগঠনে নারী ও যুবদের সংগঠনে প্রবেশের সমস্যা, সম্ভাব্য সুযোগ এবং ক্ষমতায়ন নিয়ে আলোচনা করা হয়। দুইদিন ব্যাপী আলোচনা শেষে নারী ও যুবদের জন্য আলাদা দুটি খসড়া নীতিমালা তৈরীতে নেতৃবৃন্দরা একমত হয়েছেন।
খসড়া নীতিমালায় কৃষক সংগঠনগুলোতে ৪০ শতাংশ নারী এবং ১০ শতাংশ যুবদের অংশগ্রহনের ব্যাপারে সুপারিশ করা হয়। তা ছাড়াও নির্বাহী কমিটিতে নারী ও যুবদের অনুরুপ অংশ গ্রহনের ব্যাপারেও সুপারিশ করা হয়।
বেসরকারী উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশনের এপিএফপি প্রকল্প উক্ত কর্মশালার আয়োজন করে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com