কুমিল্লা প্রতিনিধি।।
জাতীয় পাটি থেকে বহিষ্কার আদেশ প্রত্যাহার হওয়ায় কুমিল্লা দক্ষিন জেলা জাতীয় পাটির যুগ্ম আহবায়ক আলহাজ্ব আলমগীর কবির মজুমদারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল রোববার সন্ধায় এ সংবর্ধনা প্রদান করে কুমিল্লা দক্ষিন জেলা, মহানগর জাতীয় পাটি ও অঙ্গ সংগঠন সমূহ।
জাতীয় পার্টি কুমিল্লা দক্ষিণ জেলার আহবায়ক এয়ার আহমেদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, কুমিল্লা দক্ষিন জেলা জাতীয় পাটির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম শুভপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আলমগীর কবির মজুমদার।
মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মাহবুবুল আলম সেলিমের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় ওলামা পার্টি কেন্দ্রীয় কমিটির সভাপতি ডঃ ইরফান বিন তোরাব আলী, কুমিল্লা দক্ষিন জেলা জাতীয় পাটির যুগ্ম আহবায়ক ওবায়দুল কবির মোহন, হুমায়ুন মুন্সি, আবুল কাশেম,মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব কাজী মোঃ নজমুল, মহিলা পার্টির সভাপতি জোসনা আক্তার, সাধারণ সম্পাদক জোনাকি মুন্সি, মহানগর যুব সংহতির সভাপতি রাশেদুল হাশেম শামীম, জাতীয় ছাত্র সমাজ কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মিজানুর রহমান মিজান।
চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির সভাপতি দেলোয়ার হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক এরশাদ আলী, চৌদ্দগ্রাম পৌরসভা জাতীয় পাটির সভাপতি নজির আহম্মেদ, সাধারণ সম্পাদক সোহাগ মোর্শেদ চৌধুরী, বুড়িচং উপজেলা সভাপতি জসিম মাষ্টার, সাধারণ সম্পাদক কামাল হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক ময়নাল হোসেনসহ জাতীয় পাটি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com