নিজস্ব প্রতিবেদক।।
আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে কর্মবিরতি পালন করেছে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া সরকারি কলেজের শিক্ষকরা।
সোমবার সকাল ৯ টা থেকে কর্মবিরতি শুরু হয়। দিনভর এ কর্মসূচী পালন করা হয়।
চিওড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণ, অর্জিত ছুটি প্রদান এবং ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগবিধি বাতিল , শিক্ষা ক্যাডার তফসিলভুক্ত পদ থেকে ক্যাডার বর্হিভূতদের প্রত্যাহার ও প্রয়োজনীয় পদসৃজনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সকল নায্য দাবি আদায়ে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সর্বাত্বক কর্মবিরতি চলছে।
আমরা কুমিল্লা শিক্ষাবোর্ড কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাগণ সেই দাবি আদায়ে সারাদেশের কর্মসূচীর সাথে একাত্বতা পোষণ করে কর্মবিরতি পালন করছি।
এ সময় উপস্থিত ছিলেন কলেজটির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মহিবুবুল হক, মো.মহিবুবুল হক, সহকারী অধ্যাপক মরিয়ম বেগম, প্রভাষক আশেক এলাহী. তাহিরা জান্নাত দিপ্তি, ইন্দ্রজিৎ চন্দ্র সরকার, দিপক সূত্রধর, মোঃ ইউনুস, মো” মিজানুর রহমান প্রমূখ।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com