
জহিরুল হক বাবু।।
বেরাদনে মুসলিম আশেকানে খাজা গরীব এ নেওয়াজ, খাজায়ে খাজেগান হযরত সৈয়দ মঈনুদ্দিন চিশতী সানজারী (রঃ) এর পবিত্র জন্মদিন উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে মুরাদনগর উপজেলার মোচাগড়া মিয়াবাড়ী পীর সাহেব বাড়ির মসজিদ প্রাঙ্গণে এই মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতেয়াবাদ দরবার শরীফের খতিব হযরত মাওলানা শফিকুল ইসলাম যুক্তিবাদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার সৈয়দ হাসান ইমাম।
বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করেন রহিমপুর হাফিজিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক কারী মাওলানা মো. একরামুল হক মুরাদী এবং ভবানীপুর আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ হযরত মাওলানা নুরুজ্জামান।
এছাড়াও মাহফিলে উপস্থিত ছিলেন শাজাহান সরকার, সাজেদুর সরকার, মোহাম্মদ সফিক, মোহাম্মদ আব্দুল আওয়াল, শরীফ, বাতেন ও এরশাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাহফিলের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিল সৈয়দা রানী মা কল্যাণ ফাউন্ডেশন।
উল্লেখ্য, ঐতিহ্যবাহী মোচাগড়া সৈয়দ বাড়ি (পীর সাহেব বা মিয়াবাড়ি নামেও পরিচিত) কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর পোস্ট অফিস এলাকার একটি প্রাচীন ধর্মীয় কেন্দ্র। কথিত আছে, প্রায় পাঁচ শত বছর আগে আজমীর শরীফ থেকে আগত এক সুফি সাধক এখানে আগমন করে ইসলাম প্রচার শুরু করেন। ইতিহাস ও নথিপত্রে পাওয়া যায়, খাজায়ে খাজেগান হযরত সৈয়দ মঈনুদ্দিন চিশতী সানজারী (রঃ) এর ছোট ছেলের আগমনও এই এলাকায় হয়েছিল।
লোকমুখে আজও এই দরবার ঘিরে বহু কেরামত ও মোজেজার কাহিনী প্রচলিত রয়েছে। প্রতি বছর ৬ই রজব এখানে অলিয়াল্লাহদের স্মরণে এক বিশাল মিলনমেলা বসে, যেখানে দেশ-বিদেশ থেকে ভক্ত ও আশেকানরা অংশগ্রহণ করেন।
এছাড়াও প্রতি জুমার রাতে মুসাফির, অসহায় ও এতিমদের জন্য নিয়মিত লঙ্গরখানার আয়োজন করা হয়।
ভক্তদের বিশ্বাস—গরীব এ নেওয়াজ (রঃ) ছিলেন মহান আল্লাহর এক বিশেষ মহিমাময় দান, যার আধ্যাত্মিক উত্তরাধিকার আজও সৈয়দ বাড়িতে বিদ্যমান।
মাহফিল শেষে মুসলিম উম্মাহর শান্তি, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com