স্টাফ রিপোর্টার।।
কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ও দৈনিক আজকের জীবনের সম্পাদক সফিকুর রহমান সফিক বলেন নিয়মিত খেলাধুলা ছাত্র ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সুযোগ দিতে হবে। সুস্থ ও মেধাসম্পন্ন জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই।
শনিবার (১২ এপ্রিল) কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর আদর্শ ক্লাব কর্তৃক আয়োজিত স্থানীয় মাঠে অনুষ্ঠিত ফুটবল প্রিমিয়ার লীগ-২০২৫ এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময়ে তিনি খেলাধুলার মাধ্যমে প্রতিযোগী মানুষ হয়ে গড়ে উঠার পাশাপাশি সম্প্রীতির বাংলাদেশ গঠনেও এগিয়ে আসার জন্য ছাত্র ও যুবসমাজকে আহ্বান জানান।
স্থানীয় বিএনপি নেতা সোবহান মেম্বারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জসীম মেহেদী, ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান, উপজেলা সেচ্ছাসেবকদলের আহ্বায়ক কমিটির সদস্য তাজুল ইসলাম, সমাজসেবক মোজাম্মেল হোসেন, ইউনিয়ন যুবদলের সদস্য মহিন মজুমদার।
সেলিম হাসনাত বিজয় ও নূর মোহাম্মদ শেখের প্রানবন্ত উপস্থাপনায় উক্ত খেলায় স্থানীয় মেম্বারবাড়ী স্পোর্টিং ক্লাব পন্ডিতবাড়ী স্পোর্টিং ক্লাবকে ট্রাইবেকারে হারিয়ে চ্যাম্পিয়ান হয়।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com