
শামীম রায়হান॥
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট ড.খন্দকার মারুফ হোসেন বলেন,গণতন্ত্রের সৌন্দর্য রক্ষা করতে হলে আমাদের প্রয়োজন রাজনৈতিক পরিপক্বতা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ।আমরা চাই, সংশ্লিষ্ট সকল মহল এই বিষয়ে গঠনমূলক আলোচনা ও দায়িত্বশীল আচরণ প্রদর্শন করুন।
বুধবার(৩০ জলাই)সন্ধ্যা ৭ টায় ড. খন্দকার মারুফ হোসেন তার ভেরিফায়েড ফেসবুক পেজে এসব কথা বলেন৷
ড.খন্দকার মারুফ বলেন,নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত খসড়া নির্বাচনী আসন পুনর্বিন্যাস বিশেষত কুমিল্লা-১ ও কুমিল্লা-২ আসনকে ঘিরে বিভিন্ন মহলে আলোচনা-পর্যালোচনা হচ্ছে, যা একটি গণতান্ত্রিক সমাজে স্বাভাবিক এবং প্রত্যাশিত।
তিনি সকলের উদ্দ্যেশ্যে অত্যন্ত দৃঢ়তার সাথে আহ্বান জানান,এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে যেন কোনো ধরনের কাদা ছোঁড়াছুঁড়ি, বিভ্রান্তিকর প্রচার বা উদ্দেশ্যপ্রণোদিত বিতর্ক সৃষ্টি না হয়।
ড.মারুফ হোসেন আরো বলেন, আসুন, আমরা ভিন্নমতকে শ্রদ্ধা জানিয়ে, যুক্তি ও তথ্যের ভিত্তিতে আলাপ-আলোচনা করি- এটাই আমাদের রাজনৈতিক সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com