মো. বাছির উদ্দিন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় লিচু, পেঁয়ারা, লেবু ও জলপাইয়ের গাছের চারার মূলের সাথে অভিনব কৌশলে লুকিয়ে পাচার করা হচ্ছিল ৬ কেজি গাঁজা। তবে শেষ রক্ষা হয়নি। পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ধরা পড়ে যায় পুরো চালান।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। অভিযানটি নেতৃত্ব দেন থানার সেকেন্ড অফিসার এসআই মেহেদী হাসান জুয়েল। অভিযানে সহায়তা করেন সঙ্গীয় ফোর্স আমানউল্লাহ ও নুর মোহাম্মদ।
থানা সূত্রে জানা যায়, সহকারী পুলিশ সুপার মো. শাহিনের নির্দেশে ও অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে পুলিশের একটি দল সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশা থামায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক দ্রুত সিএনজি ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে সিএনজি তল্লাশি করে দেখা যায়, ফলজ গাছের ৬টি চারার মূলের চারপাশে কাপড় ও পলিথিন দিয়ে পেঁচানো অবস্থায় ৬ কেজি গাঁজা লুকিয়ে রাখা হয়েছিল। পাচারে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. দেলোয়ার হোসেন গাঁজা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক চালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অভিনব এই গাঁজা পাচার চেষ্টায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।