আলমগীর কবির।।
গোপন তৎপরতায় অভ্যস্ত কিছু গুপ্ত সংগঠনের মাধ্যমে দেশব্যাপী মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিনষ্ট এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল।
সোমবার (১৫ জুলাই) দুপুরে কুমিল্লা শহরের প্রধান সড়কে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তারা বলেন, একটি চিহ্নিত গোষ্ঠী দীর্ঘদিন ধরে গোপন তৎপরতার মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। তারা শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টি করে শিক্ষার পরিবেশ নষ্ট করছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান নেতারা।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক গাজী সুলতান জুয়েল, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সৈয়দ মেরাজ, সদস্য সচিব মো: আনোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক ইমাম হোসেন ফারুক, যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ, সালমান সাইয়িদ, রায়হান চৌধুরীসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিক্ষোভ শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশে নেতারা এই অপতৎপরতার বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com