মোঃ সাফি।।
কুমিল্লার ঐতিহ্যবাহী গোমতী নদী থেকে বালু ও মাটি উত্তোলণ সম্পূন্ন নিষিদ্ধ থাকার পরও একশ্রেণির অসাধু ব্যাক্তি প্রশাসনের নজর এড়িয়ে বিভিন্ন কৌশলে মাটি ও বালি উত্তলন করে বিভিন্ন স্থানে পাঠাচ্ছে।
অবৈধ ভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে কুমিল্লা জেলা প্রশাসন থেকে নিয়মিত অভিযান পরিচালানা হচ্ছে। এরই ধারাবাহিকতায় কুমিল্লা আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম ফয়সাল এর নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধ ভাবে মাটি পরিবহন কালে একটি ড্রাম ট্রাক আটক করা হয়েছে।
বুধবার দুপরে আদর্শ সদর উপজেলার অরণ্যপুর এলাকা থেকে মাটি ভর্তি ট্রাকটিকে আটক করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্টেট সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম ফয়সাল।
পরে ট্রাকের চালক মোঃ সাইফুল ইসলামকে এক লক্ষ টাকা জরিমনা বা অনাদায়ে ৩ মাসের সাজা প্রদান করা হয়।
আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম ফয়সাল, মাননীয় জেলা প্রশাসক এর নির্দেশে গোমতী রক্ষায় কাজ করে যাচ্ছি। অবৈধ ভাবে মাটি পরিবহন কালে আজ একটি ট্রাকের চালককে জেল/জরিমানা করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যহৃত থাকবে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com