মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
টানা দ্বিতীয় বারের মতো বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কার পেলেন চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই মো. আরিফ হোসেন।
রোববার (৬ জুন) বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জ কর্তৃক আয়োজিত অভিন্ন মানদন্ডের আলোকে মে মাসের মূল্যায়নে এসআই আরিফ হোসেনের হাতে এ পুরষ্কার তুলে দেন বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বিপিএম (বার), পিপিএম (বার)।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজিগণ সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ বিপিএম (বার) সহ চট্টগ্রাম রেঞ্জের সকল পুলিশ সুপারগণ।
এ পুরস্কার প্রাপ্তিতে চট্টগ্রাম রেঞ্জের উর্ধ্বতন কর্তৃপক্ষ সহ চৌদ্দগ্রাম থানায় কর্মরত সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রেঞ্জের শ্রেষ্ঠ এসআই মো. আরিফ হোসেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com