নিজস্ব প্রতিবেদক।।
“ মৌসুমী ফল খান,
দেহ থেকে রোগ তাড়ান।
হবেন নিশ্চই স্বাস্থ্যবান,
প্রতি বছর গাছ লাগান।”
এ শ্লোগানকে ধারন করে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের কমলাপুর চাইল্ড হেভেন পাবলিক স্কুলে প্রথম বারের মতো ফল উৎসবের আয়োজন করা হয়েছে । ফল উতসবে অর্ধ- শতাধিক প্রজাতির ফলের সমাহার ঘটে।
গত শনিবার (৩ জুন) বিকালে স্কুল মিলনায়তে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পপতি সাইদুর রহমান শৈকত। প্রধান আলোচক ছিলেন ডা. শাহাদাত হোসেন, বিসিএস (স্বাস্থ্য) ।
বিদ্যালয়ের সভাপতি ইন্জিনিয়ার সুলতান আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালিরবাজার মডেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লিটন দেবনাথ।
বক্তব্য রাখেন বিদ্যালয়ের উপদেষ্টা আবদুর রহিম মাষ্টার, আমিনুল ইসলাম, আবদুল ওহাব মাস্টার, আবদুস সামাদ ভূইয়া, পরিচালক শাহিনা আক্তার প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এম এইচ মনির।
অনুষ্ঠানে অতিথিরা বলেন - আমাদের নতুন প্রজন্ম অনেক দেশীয় ফল সম্পর্কে জানে না।
এ উৎসবের মধ্যে দিয়ে তারা বিভিন্ন প্রজাতির দেশীয় ফলের সাথে পরিচিত হয়েছে। স্বাধ গ্রহণ করেছে। জেনেছে এসব ফলের পুষ্টিগুণ। এতে করে দেশীয় ফলে অকৃষ্টতা বাড়বে, বিদেশি ফলের নির্ভরশীলতা কমবে।
উল্লেখ্য,, ২০০৪ সালে ভাড়া জায়গার যাত্রা শুরু হয়েছিল কমলাপুর ‘চাইল্ড হেভেন পাবলিক স্কুলের’। গত বছর ২০২২ সালে বিদ্যালয়টি বর্তমান স্থায়ী ক্যম্পাসে পদর্পন করেছে। জাতীয় দিবস উদযাপন ছাড়াও প্রতিষ্ঠানটি ব্যতিক্রমী নানা আয়োজনে আনন্দমুখর পরিবেশে পাঠদান কার্যক্রম চালিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com