এন.সি জুয়েল।।
কুমিল্লার চান্দিনা উপজেলার ৮টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জুন) বিকালে আধুনিক চান্দিনা পৌর অডিটোরিয়ামে ওই সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা.প্রাণ গোপাল দত্ত এমপি।
সম্মেলনের উদ্বোধন করেন,স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা এ্যাডভোকেট সালমা হাই টুনি।
সম্মেলনের প্রথম অধিবেশনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক কাজী আখলাকুর রহমান জুয়েল এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির নেত্রী মেহেরুন্নেছা উত্তরা,কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জি.এস সুমন সরকার, সাধারণ সম্পাদক লিটন সরকার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ নেতা মো. মজিবুর রহমান, চান্দিনা পৌর আওয়ামীলীগ সধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. মফিজুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা ছাত্র লীগের সভাপতি এ্যাডভোকেট মো.মহিউদ্দিন।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহ্বায়ক আমির হোসেন আমুর সঞ্চালনায় এতে স্বাগত বক্তৃতা করেন,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুমন।
কোরআন তিলাওয়াত করেন,স্বেচ্ছাসেবকলীগ নেতা মাওলানা আবু সুফিয়ান। পরে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জি.এস সুমন সরকার এর সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশন হয়। তবে ওই ৮ ইউনিয়নের কমিটি ঘোষণা করা হয়নি।