নেকবর হোসেন।।
কুমিল্লার চান্দিনায় বিভিন্ন বিদ্যালয়ে কম্পিউটার ও গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
চান্দিনার প্রতিটি ইউনিয়নে বঙ্গবন্ধু ডিজিটাল কর্ণার স্থাপনের লক্ষ্যে কম্পিউটার সামগ্রী এবং গ্রামাঞ্চলে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে অন্যতম সহযোগি ৫১ জন গ্রাম পুলিশকে বাইসাকেল, পোশাক, ছাতাসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
বুধবার (২৬ অক্টোবর) বিকেলে চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওইসব সামগ্রী বিতরণ করেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এর আগে ২ নভেম্বর চান্দিনার মহিচাইল ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ উপলক্ষে আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক।চান্দিনায় বিভিন্ন বিদ্যালয়ে কম্পিউটার ও গ্রাম পুলিশদের সাইকেল বিতরণ
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) খন্দকার আশফাকুজ্জামান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার, জেলা নির্বাচন অফিসার মো. মঞ্জুরুল আলম, সিনিয়র সহকারি পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) ফয়েজ ইকবাল, সহকারি কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার, সহকারি কমিশনার (গোপনীয়) অতীশ সরকার, চান্দিনা উপজেলা নির্বাচন অফিসার আশরাফুল হোসেন, চান্দিনা থানা অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খান, পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম প্রমুখ।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com