মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে সামুকসার যুব সমাজের উদ্যোগে মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) বিকালে উপজেলার উজিরপুর ইউনিয়নের সামুকসার মোকশআলী মার্কেটে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (তদন্ত) গুলজার আলম।
উজিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মো: ইমাম হোসেন মজুমদার রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক মামুনুর রশীদ চৌধুরী, আবু তাহের, মোঃ নাছির উদ্দীন চৌধুরী, ইউপি সদস্য মোঃ নূরে আলম মজুমদার, ১নংওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ শরিফ মজুমদার, উজিরপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ লিংকন হোসেন, ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ জালাল মজুমদার প্রমুখ। এসময় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা মাদক প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সাথে নিয়ে মাদক নির্মূল সহ সকল অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধ করা সহ মাদকসেবী ও ব্যবসায়ীদের কর্মসংস্থানের ব্যবস্থা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com