মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কাশিনগর ইউনিয়নে ২০২১-২০২২ চক্রের ভিজিডি উপকারীভোগীদের কার্ড ও খাদ্য বিতরণ দারিদ্র মা'র জন্য মাতৃত্বভাতার বই বিতরণ এবং ২০১৯-২০২০ চক্রের ভিজিডি উপকারভোগীদের সঞ্চয়ের অর্থ ফেরত প্রদান অনুষ্ঠান হয়েছে।
সোমবার (৮ ফেব্রুয়ারি) ইউনিয়ন প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানে কাশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা।
কাশিনগর ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য ফাতেমা আক্তার মুন্নীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিথী রানী চক্রবর্তী, কাশিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কাশিনগর ইউনিয়ন পরিষদের সদস্য শামসুল আলম, আব্দুল ওয়াদুদ, মিজানুর রহমান, কাশিনগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোরশেদা, কাশিনগর ইউনিয়ন পরিষদের সদস্য শীমা আক্তার, দেলোয়ারা বেগম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com