
মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ গঠনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে তরুণদের করণীয়ক শীর্ষক একটি শিক্ষণীয় ও বাস্তবধর্মী প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়।
চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ সাফকাত আলী এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মীর হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সফিকুর রহমান, চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম মোহাম্মদ শামছুদ্দীন, চৌদ্দগ্রাম উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি এমরান হোসেন বাপ্পি।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে কুমিল্লা জেলা তথ্য অফিসের আয়োজনে চৌদ্দগ্রাম উপজেলা মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকার মহাপরিচালক মো. আবদুল জলিল।
কুমিল্লা জেলা তথ্য অফিস সহকারী মো. আরিফ হোসেন এর পরিচালনায় এ সময় চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন স্তরের অংশীজন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ সহ শিক্ষার্থী-অভিভাবকবৃন্দ সহ উপজেলার বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি পেশার নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় তরুণদেরকে পড়াশোনায় মনোযোগ দেয়ার ওপর গুরাত্বারোপ এবং দেশপ্রেমের আহবান জানিয়ে বক্তাগণ বলেন, তরুণ প্রজন্মই আগামী বাংলাদেশের মূল চালিকাশক্তি। তাদের মানবিক গুনাবলী সম্পন্ন নাগরিক হতে হবে এবং নিজের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। বিদ্যমান সংকীর্ণ ও স্বার্থপর মানসিকতার পরিবর্তন হলেই পুরো দেশের আমূল পরিবর্তন হবে। শিক্ষা, আইনশৃঙ্খলা ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও কর্মমূখী শিক্ষা চালু করতে হবে। তরুনদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হয়ে দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত দেশ গড়ায় অগ্রণী ভ‚মিকা নিতে হবে। পড়ালেখার পাশাপাশি বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ গ্রহণ করতে হবে তরুণদের। নিজেকে বদলালেই বদলাবে দেশ। এ সময় তরুনদের মানবিক গুনাবলীর বিকাশ, দায়িত্ববোধ জাগ্রত করা সহ ইতিবাচক চিন্তার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার আহবান জানান তারা।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com