মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় পার্টির (জাফর) কেন্দ্রীয় নেতা কাজী নাহিদের উদ্যোগে মাহে রমজান উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউয়িনের অন্তত পাঁচ শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার ঐতিহ্যবাহী চিওড়া কাজী বাড়ি ও গুণবতী ইউনিয়নে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ চৌধুরী পাশা।
জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খবির আহমদ মজুমদারের সভাপতিত্বে ও কাজী শহীদের পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুনবতী ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক আকবর হোসেন, উপজেলা যুব সংহতির সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন স্বপন, চিওড়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রুহুল আমিন, সাবেক ইউপি সদস্য সাবু মজুমদার, আলকরা ইউনিয়ন জাতীয় পার্টি আহবায়ক জহিরুল ইসলাম জহির, সাবেক ইউপি সদস্য পেয়ার আহম্মেদ, সিরাজুল ইসলাম, আলী নেওয়াজ, আবুল কাসেম, চিওড়া ইউনিয়ন জাতীয় পার্টি নেতা ছায়েদুল হক প্রমুখ।
এদিকে চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় পরিবারের সদস্যরা ইফতার সামগ্রী হিসেবে নিত্য প্রয়াজনীয় সামগ্রী পেয়ে কাজী নাহিদসহ জাতীয় পার্টির নেতৃবৃন্দের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com