মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংর্ধনা, কেক কেটে, আলোচনা সভা ও স্বেচ্ছাসেবীদের সম্মাননা প্রদানের মাধ্যমে কালিকাপুর ব্লাড ডোনেশন ক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগষ্ট) বিকেলে ধর্মপুর নাজিম আলী স্কুল এন্ড কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার।
বিশেষ অতিথি ছিলেন উজিরপুর ইউপি চেয়ারম্যান নায়িমুর রহমান মজুমদার মাছুম, কুমিল্লা মহানগর কলেজ ও ফেণী সিটি কলেজের চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম (জিয়া), ধর্মপুর নাজিম আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ।
কালিকাপুর ব্লাড ডোনেশন ক্লাবের সভাপতি মনজিল হোসাইন মনজুর দিক-নির্দেশনায়, সংগঠনের সিনিয়র পরিচালক বেলায়েত হোসেন তনুর সভাপতিত্বে ও পরিচালক ফরহাদ হাজারীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আনোয়ার হোসেন, মোশাররফ হোসেন, জহিরুল ইসলাম, মুফতি আব্দুল জলিল, মাওলানা দেলোয়ার হোসেন, চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তানের উপদেষ্টা গিয়াস উদ্দিন, স্বেচ্ছাসেবী সোহাগ ইকবাল ইমন, মোঃ ফরহাদ, সাইফুল ইসলাম সিয়াম।
এ সময় কালিকাপুর ইউনিয়ন ব্লাড ডোনেশন ক্লাবের পরিচালক হাফিজ আহম্মদ নাঈম, শিহাব খান, সমন্বয়ক আবদুর রহমান, একরাম হোসাইন, জাকির হোসেন, সামিউল আলিম, মোঃ সবুজ, ওমর ফারুক, সোরহান ইসলাম সোহেল, আশফাকুল হাসান রাফি, রাশেদ মজুমদার, ফাহাদ খান, ফাইজা আক্তার, নাহিদা ইসলাম লিজাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও সামাজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com